২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ০৪:০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


করোনাভাইরাস: টিকাই পায়নি বিশ্বের ৭৩% মানুষ
ভোরের ধ্বনি ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৫-০৭-২০২১
করোনাভাইরাস: টিকাই পায়নি বিশ্বের ৭৩% মানুষ ফাইল ছবি


মহামারি করোনাভাইরাসের টিকা আবিষ্কারের পরে গত ডিসেম্বর থেকে বিশ্বে এর প্রয়োগ শুরু হয়েছে। এরপর প্রায় আট মাস পরেও ৭৩ শতাংশ মানুষ কোনো টিকাই পাননি। আর এ পর্যন্ত টিকার দুই ডোজ নিয়েছে বিশ্বের ১৩ দশমিক ৬ শতাংশ মানুষ। অন্তত একটি ডোজ পাওয়া মানুষের সংখ্যা বিশ্বের মোট জনগোষ্ঠীর ২৭ দশমিক ১ শতাংশ।

বৈশ্বিক পরিসংখ্যান-ভিত্তিক ওয়েবসাইট ‘আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটা’র হালনাগাদ তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে।সেখানে বলা হয়েছে, গরিব দেশগুলোতে মাত্র ১.১ শতাংশ মানুষ করোনার টিকা পেয়েছে। তাও আবার এক ডোজ। অনেক দেশে টিকাদানই শুরু করতে পারেনি। তবে ধনী দেশগুলোতে এর উল্টো চিত্র। কানাডায় প্রায় ৫৫ শতাংশ মানুষ টিকার দুটি করে ডোজই পেয়েছে। আর এক ডোজ নিয়েছে ১৬ শতাংশ মানুষ।

অন্তত এক ডোজ টিকা প্রয়োগের তালিকায় কানাডার পরই আছে যথাক্রমে যুক্তরাজ্য, স্পেন , ইতালি , জার্মানি, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র। এসব ধনী রাষ্ট্রগুলো কমপক্ষে ৫০ শতাংশ মানুষ করোনার এক ডোজ টিকা পেয়েছেন। আর এশিয়ার দেশগুলোর মধ্যে এগিয়ে রয়েছে জাপান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও ভারত। তবে সেটি ৫০ শতাংশের কম। 

আর গত বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশে এই হার ৩.৬৬ শতাংশ।

শেয়ার করুন